সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক (৫৮), যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান (৫০), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (৫৩), চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা সরকার (৫১), উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ খোকন (৫৩) ও সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান (৪৭)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার র্যাবের কাছে গোপন সূত্রে খবর আসে নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন আসামিরা জেলার কাজীপুরের মহিষামুড়া বাজার ও বগুড়া শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে রায়গঞ্জের তবারীপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান করে মিছিল ও পিকেটিং করেন। এ সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাকে আগুন দেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক সাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আসামিদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এম এ মালেক/এসএএইচ