সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের গোশালা ফজলুল হক রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএনপি ছেড়ে এবার বিএনএমে শাহ জাফর, অংশ নেবেন নির্বাচনে
স্থানীয়রা জানান, জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেরে মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দ্রুত সটকে পড়েন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, নাশকতার পরিকল্পনায় জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ জামায়েত হলেও পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে।
এম এ মালেক/জেএস/জিকেএস