ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১২:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আকবর হোসেন পাগলা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টার নীলফামারী গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। আকবর হোসেন নীলফামারী শহরের মুন্সীপাড়া (বাড়াইপাড়া) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ভিক্ষুকের

তিনি বলেন, নীলফামারী গাছবাড়ী স্টেশনের সামনে মঙ্গলবার সকালে আকবর হোসেন নামে এক বৃদ্ধা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ আইনি কার্যক্রম সম্পন্ন করেছেন। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএস/এএসএম