ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে কাভার্ডভ্যানে আগুন, কোটি টাকা ক্ষতি দাবি করে মামলা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:২৬ এএম, ২০ নভেম্বর ২০২৩

ফেনীতে কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা দিয়েছেন ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোহাম্মদ আজিজুল হক। রোববার (১৯ নভেম্বর) দিনগত রাতে কোটি টাকা ক্ষতি দাবি করে তিনি ফেনী মডেল থানায় মামলাটি করেন।

আরও পড়ুন: ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

মোহাম্মদ আজিজুল হক জানান, শনিবার রাত ১০টার দিকে ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সি একটি কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-৫৫১১) ঢাকায় রওনা হয়। রাত দেড়টার দিকে লালপোলের অদূরে পৌঁছলে ১০-১৫ দুর্বৃত্ত মহাসড়কে অবস্থান নিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। চালক রেজাউল হক রাজু গাড়ির গতি কমালে তারা পেট্টোলবোমা নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় রাজু ও হেলপার সেলিম প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় একটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম