যুবকের পায়ে অ্যাংলেট, খুলতেই মিললো ৯ হাজার ইয়াবা
নোয়াখালীর বেগমগঞ্জে জয়নাল আবেদীন (৪৮) নামের এক যুবকের পায়ে লাগানো অ্যাংলেটের মধ্য থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) সকালে চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে থেকে তাকে আটক করা হয়।
জয়নাল আবেদীন কক্সবাজারের কুতুবদিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের উত্তরধুরুং গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে নোয়াখালীতে সরবরাহ করেন।
এ ঘটনায় জয়নালের সহযোগী ইসমাইল হোসেন টিপুকেও (৩৬) আটক করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জের চৌমুহনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুজনকে আটক ও ইয়াবা জব্দের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস ও এসআই ফিরোজ হরতালের ডিউটি করছিলেন। এসময় কয়েকজনকে সন্দেহ হলে জয়নালকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার পায়ে লাগানো অ্যাংলেটের মধ্য থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম