জয়পুরহাটে পিকআপে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১
জয়পুরহাটে পিকআপভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় মাসুদ রানা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে জামালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুই সাংবাদিকসহ আহত ৭
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধারকী থেকে একটি খালি পিকআপ জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পিকআপটি বিনশাড়া এলাকায় পৌঁছালে সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এরপরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে র্যাব। সেই রাতেই সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।
জেএস/জিকেএস