গাইবান্ধায় বিএনপির মিছিলে টিয়ারশেল নিক্ষেপ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিলের সময় তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাকাইহাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শফিকুল ইসলাম নামে এক কর্মীকে আটক করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক আছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির মশাল মিছিল
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজারের ঢাকা-রংপুর মহাসড়ক এলাকায় মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিলে বিএনপি ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলের কোনো খবর জানা নেই। তারা বিচ্ছিন্নভাবে মিছিল করে থাকতে পারে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ তৎপর রয়েছে।
শামীম সরকার শাহীন/জেএস/এমএস