ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জে নেই যাত্রী-যানবাহনের চাপ, ছাড়েনি দূরপাল্লার বাস

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ নভেম্বর ২০২৩

পঞ্চম দফা অবরোধ কর্মসূচির শেষদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। সকাল থেকে আঞ্চলিক পরিবহন চলাচল করলেও ছাড়েনি দূরপাল্লার বাস।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

দেলোয়ার হোসেন নামের এক যাত্রী বলেন, সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। সড়কে বাস পেলেও যাত্রী কম থাকায় বাস ছাড়ছে না। আর কতক্ষণ বাসে এভাবে বসে থাকতে হয় জানি না।

আরও পড়ুন: মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কমিউটার ট্রেন

আজিজুল হাকিম নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে ফেনী যাওয়ার দরকার ছিল। কিন্তু মহাসড়কে এসে দেখি দূরপাল্লার যানবাহন কম রয়েছে। কিছুসংখ্যক বাস থাকলেও ভাড়া বেশি চাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। তবে কেন কারণে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে তা জানা নেই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম