নোয়াখালী জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে মানববন্ধন
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক অধিকার আন্দোলন। মানববন্ধন থেকে জনবল সংকটসহ রোগীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শহরের মাইজদী টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সংগঠনের সদস্য সচিব জামাল হোসেন বলেন, জেলার ৪০ লাখ মানুষের জন্য একমাত্র জেনারেল হাসপাতাল এটি। কিন্তু এখানে নেই পর্যাপ্ত চিকিৎসাসেবা। ওষুধ সংকট, প্রতিনিয়ত পরীক্ষার যন্ত্রপাতি বিকল থাকা, ডাক্তার নার্সদের সেবা প্রদানে অনিহা লক্ষণীয়। এছাড়া তিন বছর ধরে টিনশেড ঘরের মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জনবল সংকট দেখিয়ে হাসপাতালের অভ্যন্তরে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা এসব সমস্যার দ্রুত সমাধান চাই।
খোঁজ নিয়ে জানা যায়, অপার্যাপ্ত জনবল নিয়েই চলছে জেনারেল হাসপাতালের কার্যক্রম। এছাড়া যারা আছেন তারাও ঠিকমতো কাজ করেন না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ২৫০ শয্যার নার্স থাকলেও ডাক্তার রয়েছেন ১৫০ শয্যার। পর্যাপ্ত জনবল পেলে সেবার মান আরও বাড়বে।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর নান্টু, অ্যাডভোকেট আজিজুল হক বকশী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম, কবি ও গবেষক ম. পানাউল্যাহ, খুরশিদ আলম রাব্বানী প্রমূখ।
এছাড়া মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ওয়ারিয়র্স, নিরাপদ নোয়াখালী চাই, স্বেচ্ছাসেবী নোয়াখালী প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে গণপূর্ত বিভাগ ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়।
ইকবাল হোসেন মজনু/এনআইবি/এএসএম