এমপি হতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান
এমপি হতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা গাজী মো. মাঈনুদ্দিন। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদ থেকে অব্যাহতি নেন তিনি।
এ সময় তিনি বলেন, তৃণমূল নেতৃবৃন্দের সমর্থন নিয়ে চাঁদপুর-৫ আসনে নির্বাচন করবো। প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকে মনোনয়ন চাইবো। নেতাকর্মীরা চাইছেন আমি নির্বাচন করি। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি যা বলবেন তাই হবে।
পরে তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কালিয়া পড়া থেকে বাকিলা পর্যন্ত শোভাযাত্রা করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনী আসনে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম রোমান উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত
- ২ নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দর
- ৩ বিএনপির কর্মীসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
- ৪ ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী
- ৫ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক নথি আটকে দিলো জনতা