ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:১২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝিনাইদহ শহরে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শহরের কাঞ্চন নগরে এ ঘটনা ঘটে। এ সময় ওই বখাটে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাকে জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম মৌ। সে ফজর আলী গালর্স স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সে সদর উপজেলার ধোপাঘাটা-গোবেন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানিয়েছে, সকালে মৌ ও তার দুই বান্ধবী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে শহরের কাঞ্চরনগরে পৌঁছালে এক বখাটে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তারা প্রতিবাদ করলে বখাটে ছুরি দিয়ে মৌকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক যখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর দুপুরে ওই বখাটেকে গ্রেফতারের দাবিতে মৌয়ের স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছে।
এ সময় বক্তারা আগামী ৩দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।