ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল

সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন হেলপার

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১২ নভেম্বর ২০২৩

বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতর চালকের সহকারী ঘুমিয়ে ছিলেন। তবে আগুন লাগার বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে নেমে যান।

শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে।

আরও পড়ুন: মধ্যরাতে নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

হেলপার রাজু বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভুঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসিমের বাসা। রাতে কে বা কারা হঠাৎ করে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, রাতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অবরোধের সমর্থনকারীরা জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/জেএস/এএসএম