ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৯ নভেম্বর ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আলী খাঁ (৫৫) নামে এক বৃদ্ধকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন। মোহাম্মদ আলী উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত ফজলুল করিম খাঁর ছেলে।

আরও পড়ুন: টাঙ্গাইল কারা ফটক থেকে ফের গ্রেফতার ৩ বিএনপি নেতা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মেঘনা নদীর চরঘাসিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ড্রেজারসহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ ড্রেজার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে। অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/জেএস/এমএস