ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মশাল মিছিল
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করেছে মিরসরাই উপজেলা বিএনপি। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোরারগঞ্জ এলাকায় মিছিল করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর অনুসারীরা।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি শতভাগ সফল হচ্ছে। মিরসরাই বিএনপির নেতা-কর্মীরা সব সময় মাঠে রয়েছেন। অবৈধ সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অবরোধের প্রথমদিন শেষ হয়েছে। সকাল থেকে পুলিশ সদস্যরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেছেন। বিএনপি কোথাও মিছিল করেছে এমন সংবাদ আমাদের কাছে নেই।
এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস