তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ অব্যাহত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ৯ দিন অতিবাহিত হলেও এখনো ঘাতকরা চিহিৃত হয়নি। এতে প্রতিবাদী ছাত্র-জনতা মঙ্গলবারও নগরীতে বিক্ষোভ, গণস্বাক্ষর, প্রতিবাদী গানের আয়োজন করে।
জানা যায়, মহানগরসহ জেলার বিভিন্নস্থানে নবম দিনেও শিক্ষার্থী-জনতার প্রতিবাদ, বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি অব্যাহত ছিল। সকাল থেকে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পুবালী চত্বর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করে।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানায় নাট্যকর্মীরা। এছাড়াও তনুর রুহের মাগফেরাত কামনায় ভিক্টোরিয়া কলেজের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশ্রাফ।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট উচ্চ বালিকা বিদ্যালয়ের অদূরে পাওয়ার হাউজ এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস