ফরিদপুরে পদ্মা তীর সংরক্ষণ বাঁধে ধস
ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। এ ঘটনায় রোববার (৫ নভেম্বর) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাঁধের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় ছিলেন- চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রাম এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩০ মিটারের মতো এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের দাবি তীর সংরক্ষণ বাঁধের ওপর দিয়ে ভারী পাইপ লাইনের মাধ্যমে বাল্কহেড থেকে বালু লোড-আনলোডের কারণেই এ ধসের কারণ।
এ বিষয়ে ফরিদপুর পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন,পদ্মা নদীর তীর সংরক্ষণ রক্ষা বাঁধের ওপর দিয়ে ভারী পাইপ লাইনের মাধ্যমে বালু লোড-আনলোড করায় এ ধস দেখা দিয়েছে। শাহীনুজ্জামান নামক এক বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ কাজটি করছেন বলে জানা গেছে। এ কারণে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের তলদেশের মাটি সরে প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে।
তিনি আরও বলেন, এছাড়া বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে ধস দেখা দিয়েছে। পদ্মা তীর রক্ষা বাঁধের ওপর দিয়ে ওই বালু ব্যবসায়ীর ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আর পদ্মা নদীর পানি কমে যাওয়ার পর ধসে যাওয়া অংশ মেরামত করা সম্ভব।
এ বিষয়ে জানতে বালু ব্যবসায়ী শাহীনুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
চরভদ্রাসনের ইউএনও মো. মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু লোড-আনলোড দ্রুত বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম