ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

‘আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি, এখনো বাসের দেখা পাইনি’

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৫ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা সারাদেশে দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষরা।

রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকেই সড়কে আঞ্চলিক যানবাহন কম চলাচল করছে। এতে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিকল্প হিসেবে বেশি টাকা খরচ করে যাত্রীরা অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছেন।

আরও পড়ুন: অবরোধ প্রতিহতে ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগের অবস্থান

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী আব্দুর রহিম বলেন, আধা ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। এখনো বাসের দেখা পাইনি। কখন অফিসে যেতে পারবো কি জানি।

ইসরাফিল নামের আরেক যাত্রী বলেন, একটি সুপারির দোকানে চাকরি করি। দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এখনও বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো বাসের দেখা মেলেনি। তাই বেশি টাকা দিয়ে বাধ্য হয়ে মোটরসাইকেলে করেই যাবো ভাবছি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, কি কারণে যানবাহন কম রয়েছে তা আমার জানা নেই। তবে যানবাহনগুলো নির্বিঘ্নেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান মহাসড়কে টায়ার পুড়িয়ে বিএনপির অবরোধ

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস