ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপ-নির্বাচন

লক্ষ্মীপুরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-৩ আসনের শূন্যপদে উপ-নির্বাচনে সাত ধরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) মধ্যরাত ১২টা থেকে রোববার (৫ নভেম্বর) মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত ভোটকেন্দ্র এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তা অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশ-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। একই সঙ্গে সংবাদ সংগ্রহের কাজে দেশ-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও জরুরি কাজে (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ) ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

লক্ষ্মীপুরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

আরও পড়ুন: লক্ষ্মীপুরে উপ-নির্বাচন: নৌকার প্রার্থিতা প্রত্যাহার আ’লীগ নেতার

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। রোববার ভোরে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। নিরাপত্তার লক্ষ্যে ১৬ জন ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিব, ৭ প্লাটুন র‌্যাব, ৯৫০ জন পুলিশ ও ১৪৯৫জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

লক্ষ্মীপুরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। এতে ৪ অক্টোবর আসনটি শূন্যসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্যপদের এ নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু (আওয়ামী লীগ), মোহাম্মদ রাকিব হোসেন (জাতীয় পার্টি), শামছুল করিম খোকন (জাকের পার্টি) ও সেলিম মাহমুদ (এনপিপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম