ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে পুকুর খননের দায়ে জাহাঙ্গীর আলম (৩৯) নামের এক এস্কেভেটর চালককে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাহাঙ্গীর আলম লালমনিরহাটের আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পৌষার গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান।

খালিদ হাসান জানান, সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছে। অভিযান চলাকালে ঘটনাস্থলে জমির মালিককে পাওয়া যায়নি। তবে চালকের সঙ্গে তার এক সহকারীকে পাওয়া গেলেও তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুকুর খনন কাজে ব্যবহৃত এস্কেভেটরটি জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এম এ মালেক/আরএইচ/জেআইএম