ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড় জেলা

শিবিরের সাবেক সভাপতিসহ তিন কর্মী আটক

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০২ নভেম্বর ২০২৩

পঞ্চগড়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি নূর-ই-আলম সালেহীকে আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জগদল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। একই দিন আরও দুই শিবির কর্মীকে আটক করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।

আটক সালেহী স্থানীয় জগদল থুকুরি পাড়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে। বর্তমান তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। আটকের পর পূর্বের মামলায় গ্রেফতার দেখানো হয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন সরকার বলেন, শিবিরের এই সাবেক নেতার বিরুদ্ধে ২০১৫ সালের তিনটি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এদিকে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। এরা হলো, তেঁতুলিয়া উপজেলার গনাগছ এলাকার আব্দুর রহিমের ছেলে আজম আলী (২৪) ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ফজলে রাব্বী (২২)।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।।

সফিকুল আলম/এএইচ/জেআইএম