ফেনীতে ওষুধ কোম্পানির গাড়িতে দুর্বৃত্তের হামলা, আহত ৩
ফেনীর ফুলগাজীতে বায়োফার্মা লিমিটেড নামে এক ওষুধ কোম্পানির গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিজয়পুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুপ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান এবং গাড়িচালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।
এ ঘটনায় আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে টায়ার জ্বালিয়ে যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ পরিবহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আহত সিফাত বলেন, অন্ধকারে কিছু বুঝে উঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত চলন্ত গাড়িতে হামলা চালায়। এতে আমিসহ তিনজন আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস