দিনাজপুরে দেশি পেঁয়াজের কেজি ১৫০
বন্দর দিয়ে নতুন দামে আমদানি না হলেও ভারত সরকারের রপ্তানি মূল্য বাড়ানোর ঘোষণায় দিনাজপুরের বাজারে পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। দুদিন আগেও ভারতীয় যে পেঁয়াজ ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে তা এখন ১২০ টাকা। আর ৯০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা।
দিনাজপুর পৌরশহরের বাহাদুর বাজার, চক বাজার, সুইহারী বাজার, পুলহাট, রেলবাজার, উপশহর বাজার ঘুরে এমনটা জানা যায়। এতে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে নতুন নির্দেশনার অপেক্ষায় আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা। কিন্তু নতুন এ দামে দেশে এখনো পেঁয়াজ আমদানি হয়নি। মঙ্গলবার পর্যন্ত পুরোনো দামেই এলসি করে রাখা পেঁয়াজ প্রবেশ করবে। এখন পর্যন্ত আড়তে বা খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা আগের আমদানি করা।
অথচ বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। বাজারে কোনো দোকানে পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ নিত্য প্রয়োজনীয় সবজির দামের তালিকা নেই। নতুন দামে তো পেঁয়াজ আমদানি শুরু হয়নি, তাহলে দাম বাড়লো কেন? এমন প্রশ্নের কোনো উত্তরও দিতে পারেননি ব্যবসায়ীরা। তারা এ বিষয়ে কোনো কথা বলতেও রাজি হননি।
মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা ইমরুল কায়েস রুপম বলেন, প্রযুক্তির যুগ, প্রতিঘণ্টায় প্রতি মুহূর্তে ব্যবসায়ীরা সারাদেশের খবর জানতে পারছেন। তারা যেই শুনেছে ভারত দাম বাড়িয়েছে, অমনি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। অথচ এ পেঁয়াজ তাদের আগের দামে কেনা। কিন্তু দাম কমলে তারা আগের কিনে রাখা পণ্যের দাম কমান না।
সুলতানা রাজিয়া নামে এক নারী ক্রেতা বলেন, একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গত ১০ বছরে বেতন বাড়েনি। কিন্তু পণ্যের দাম হুহু করে বাড়ছে। আজ বাজারে ঢুকে পেঁয়াজের দাম শুনে তো রীতিমত চমকেই গেলাম। ভারতীয় পেঁয়াজ নাকি ১২০ টাকা কেজি। আবার দেশিটা ১৫০ টাকা কেজি। ইচ্ছে ছিল ১ কেজি পেঁয়াজ কেনার, দাম বেশি তাই এক পোয়া নিলাম।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ভারত থেকে আজও পেঁয়াজের গাড়ি বন্দরে ঢুকেছে। আগামীকালও ঢুকবে। এগুলো সব পুরোনো এলসির পেঁয়াজ। নতুন দামে কোনো এলসি এখনো কেউ খোলেননি, তাই নতুন দামে পেঁয়াজ আমদানিও শুরু হয়নি।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভারত আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ দিত। এখন তারা ৮০০ মার্কিন ডলার করেছে। বাণিজ্য মন্ত্রণালয় এখনো বিক্রির দাম নির্ধারণ করেনি। নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জিকেএস