ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশ শিকার

কুষ্টিয়ায় সাত জেলেকে জরিমানা, জাল বিনষ্ট

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৮ কেজি ইলিশ মাছ ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। তাকে সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলে হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মণ্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) ও আলমগীর হোসেন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল থেকে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ সাড়ে আট কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম