ভৈরবে ট্রেন দুর্ঘটনা
ভালোবাসার মানুষকে হারিয়ে বাগরুদ্ধ জোনায়েদ
ভালোবেসে মোছা. হোসনা আক্তার তুলিকে বিয়ে করেছিলেন জোনায়েদ হোসেন। ছয় বছরের সংসার জীবনে তাদের চার বছরের এক ছেলে সন্তানও আছে। বেশ ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নেমে আসে শোকের ছায়া। ভালোবাসর মানুষটিকে হারিয়ে বাগরুদ্ধ জোনায়েদ।
জানা গেছে, করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া এলাকার মো. আরজু মিয়ার ছেলে মো. জোনায়েদ হোসেন। প্রেম করে ২০১৭ সালে তুলিকে বিয়ে করেন তিনি। ফাহিম নামে তাদের ছেলে আছে।
জোনায়েদ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করতেন। পরিবার নিয়ে থাকতেন মিরপুর-১২ নম্বরের একটি ভাড়া বাসায়। ১ অক্টোবর জোনায়েদের স্ত্রী তুলি ও তার ছেলে ফাহিম গ্রামের বাড়ি যান। তাদের ঢাকায় নিতে শনিবার বাড়িতে আসেন জোনায়েদ। সোমবার স্ত্রী সন্তান ও শ্যালকসহ চারজন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগারসিন্ধুর গোধূলিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারা।
ভৈরব রেলস্টেশনের জগন্নাথপুর ক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নিমিষেই চোখের সামনে প্রাণ যায় জোনায়েদের স্ত্রী তুলির। তাকে হারিয়ে বাগরুদ্ধ জোনায়েদ।
ট্রেনে থাকা তুলির ছোট ভাই আমলগীর বলেন, ভৈরব স্টেশন থেকে ৮০০ ফিট যেতেই একটা বিকট শব্দ হলে আমার বোন চিৎকার করে বলে আমাকে ধর। তারপর দেখি জানালার বাইরে মাথা থাকায় সম্পূর্ণ থেঁতলে যায়। বোনের মরদেহ সাড়ে ৪ হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি আনি। তাকে হারিয়ে আমার দুলাভাই বাগরুদ্ধ হয়ে গেছেন।
আলমগীর আরও বলেন, মঙ্গলবার সকালে তুলির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। তুলির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর এলাকার কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি ট্রেনের পেছনের দুটি বগিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন যাত্রী। মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
এসকে রাসেল/এসজে/এএসএম
টাইমলাইন
- ০৫:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ আরও একজনের মৃত্যুর তথ্য, নিহতের সংখ্যা বেড়ে ১৯
- ০৯:২০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ আহত রবিউলের খোঁজে এখনো আসেননি কেউ
- ০৯:১৬ এএম, ২৫ অক্টোবর ২০২৩ ভালোবাসার মানুষকে হারিয়ে বাগরুদ্ধ জোনায়েদ
- ০৯:২০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ‘বাঁচার জন্য চিৎকার করছি, আর দেখছি সব মালামাল নিয়ে যাচ্ছে’
- ০৮:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ পাশাপাশি কবরে একই পরিবারের ৪ জনের দাফন
- ০৮:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ট্রেনে মটমট শব্দ শুনে লাফিয়ে বাঁচেন নাসির-বাহারুল
- ০৬:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ‘চোখ বন্ধ করলেই ভেসে আসছে ক্ষতবিক্ষত লাশ আর আহাজারি’
- ০৪:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ওমরাহ হজে যাওয়া হলো না নিজামের
- ১২:৫৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনজনকে বরখাস্ত
- ১২:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘটনা তদন্তে রেল মন্ত্রণালয়ের সাত সদস্যের কমিটি
- ০৯:০১ এএম, ২৪ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক, এগারসিন্দুর প্রভাতির যাত্রা বাতিল
- ১০:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা এক পরিবারের সবাই নিহত
- ১০:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ছবি হাতে ভাগনেকে খুঁজে বেড়াচ্ছেন মামা
- ১০:০১ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ নিহত ৮ জনের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তর
- ০৯:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: একই পরিবারের আহত পাঁচজন ঢামেকে
- ০৯:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ নিহতদের পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা
- ০৯:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ঢাকা থেকে উদ্ধারকাজে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম
- ০৯:০২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি: বেঁচে যাওয়া দুই বোন
- ০৮:৫৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী নিহত
- ০৮:৫০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ০৮:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘বিকট শব্দে আঁতকে উঠি, তাকিয়ে দেখি শুধু ধোঁয়া’
- ০৮:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘এমন ট্রেন দুর্ঘটনা আগে দেখেনি ভৈরববাসী’
- ০৮:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ উদ্ধারকাজ শুরু করেছে দুই রিলিফ ট্রেন
- ০৮:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ এগারসিন্দুর যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকা
- ০৮:০৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ক্ষতিগ্রস্ত ট্রেনের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা
- ০৭:৩৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ছোট ভাই আফজালকে খুঁজে পাচ্ছেন না রাসেল, ফোনও বন্ধ
- ০৭:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহতদের চিকিৎসায় ঢামেকে বাড়তি প্রস্তুতি
- ০৭:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ আরও দুজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৭
- ০৬:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজে যাচ্ছে রিলিফ ট্রেন
- ০৬:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ উদ্ধারকাজে সহযোগিতা করছে রেলওয়ে-জেলা পুলিশও
- ০৬:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘এখনো বগিতে আটকা রয়েছেন অনেক যাত্রী’
- ০৬:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সিগনালিং জটিলতায় ভৈরবে ট্রেন দুর্ঘটনা
- ০৬:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস
- ০৫:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ
- ০৫:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ১৫
- ০৫:০৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা