ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হামুন উপকূল অতিক্রম শুরু করে। এ সময় ঝড়ো বাতাসে গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ বাইরে নানা সরঞ্জাম উপড়ে গিয়ে জন ও যান চলাচল বাধাগ্রস্ত হয়। মধ্যরাতে উপকূল অতিক্রম শেষ করতে পারে।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ ইমাম উদ্দিন মঙ্গলবার রাতে জাগো নিউজকে বলেন, ‘হামুন’ আরও দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় সন্ধ্যায়। সন্ধ্যা ৭টার কিছু পরে ঝড়ো বাতাসসহ কক্সবাজারের উপকূল অতিক্রম শুরু করে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত এখনো বহাল আছে।

কক্সবাজার শহরের ব্যবসায়ী স্বপন গুহ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টি অব্যাহত ছিল। এ সময় হালকা বাতাস হলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টিপাতও সমানে চলে। বাতাসের তীব্রতা এতই বেশি ছিল যে, সড়কে চলাচল করা ইজিবাইকগুলো উড়ে যাওয়ার উপক্রম হয়।

পেশাজীবী ওয়াহিদ রুবেল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় অফিস থেকে বেরিয়ে দেখি শহরের প্রধান সড়কে লণ্ডভণ্ড অবস্থা। সড়কের উভয় পাশের ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের ছোট-বড় সাইনবোর্ড বাতাসের তোড়ে উপড়ে সড়কে পড়ে যায়। বিভিন্ন স্থান থেকে টিনসহ হালকা পণ্যগুলো উড়ে একস্থান থেকে অন্যস্থানে সরে যায়। সমানে ভেঙে পড়েছে গাছের ডালপালা। শহরের অনেক উপসড়কেও গাছ ভেঙে পড়ে জন চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে। ঝড়ো বৃষ্টি শুরুর পর থেকেই বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টার পর হতে ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজারসহ উপকূল অতিক্রম শুরু করেছে বলে খবর পেয়েছি। শহরের মতো উপকূলের গ্রামের অনেক কাঁচা ঘরবাড়ির চালা, গাছপালা উপড়ে পড়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। পুরো অতিক্রম করা শেষ হলে বুধবার দিনের বেলা ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক জানা যাবে।

সায়ীদ আলমগীর/এসজে

টাইমলাইন

  1. ১২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বন্দর থেকে নামলো সতর্ক সংকেতও
  2. ০৯:২২ এএম, ২৫ অক্টোবর ২০২৩ সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
  3. ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু
  4. ০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ
  5. ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড
  6. ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গুলিয়াখালী সৈকতে পর্যটকদের উল্লাস, জানেন না বিপৎসংকেতের কথা
  7. ০৯:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশ্রয়কেন্দ্রে ১০০ পরিবার
  8. ০৮:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গতিপথ ঘুরে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে মাত্র সাড়ে ১২ হাজার মানুষ
  9. ০৮:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজারে খোলা হয়েছে ৫৭৬ আশ্রয়কেন্দ্র, সৈকতে দর্শনার্থীদের ভিড়
  10. ০৮:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম সিটিতে ১১৪ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম
  11. ০৭:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত সাড়ে ৩ হাজার আশ্রয়কেন্দ্র
  12. ০৭:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ আরও দুর্বল ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
  13. ০৭:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝুঁকি বেড়েছে চট্টগ্রামে, কমেছে বরিশাল-খুলনায়
  14. ০৭:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ফায়ারের ছুটি বাতিল, মনিটরিং সেল চালু
  15. ০৬:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুন’র প্রভাবে সেন্টমার্টিনে ভারী বৃষ্টি, বেড়েছে সমুদ্রের পানি
  16. ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট-৩, সব কার্যক্রম বন্ধ
  17. ০৫:৫৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ রাত ৯টায় মধ্যে ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করতে পারে
  18. ০৫:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝালকাঠিতে দেখা মেলেনি সূর্যের, বাড়ছে বাতাসের তীব্রতা
  19. ০৫:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ
  20. ০৫:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ প্রথমে ভোলা-পটুয়াখালী-বরগুনায় আঘাত হানতে পারে ‘হামুন’
  21. ০৪:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
  22. ০৪:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুনের প্রভাবে উত্তাল পদ্মা-মেঘনা, চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ
  23. ০৪:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
  24. ০৩:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’র ক্ষতি মোকাবিলায় পায়রা বন্দরের ৫ কমিটি
  25. ০৩:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
  26. ০৩:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় হামুন: সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  27. ০৩:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ
  28. ০৩:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’ কেন?
  29. ০৩:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ৭ নম্বর সংকেতেও কুয়াকাটায় মাতোয়ারা পর্যটক
  30. ০২:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, ৬১ মেডিকেল টিম
  31. ০২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মিরসরাইয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং
  32. ০২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নয়, সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’
  33. ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ অতিপ্রবল হলো ‘হামুন’, গতি বাড়িয়ে এগোচ্ছে উপকূলে
  34. ০১:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৭৪৩ সাইক্লোন সেন্টার
  35. ১২:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী
  36. ১১:৩৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘হামুন’
  37. ১০:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত