ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের উল্লাস, জানেন না বিপৎসংকেতের কথা

জেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সমুদ্র উত্তাল। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস। কিন্তু এমন সংকেতের তোয়াক্কা না করে দলে দলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসেছেন পর্যটকরা। নেমেছেন গোসলেও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে সকালে উপজেলা কার্যালয়ে জরুরি সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এছাড়া ৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৫টি মেডিকেল টিম ও শুনো খাবারে ব্যবস্থা করা হয়েছে। সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ চলাচলের স্পিডবোট ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে গুলিয়াখালী সৈকতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসছেন পর্যটকরা। দল বেঁধে খেলছেন ফুটবল। আবার কেউ গোসল করছেন সমুদ্রের পানিতে।

কয়েকজন পর্যটক জানান, সমুদ্র উপকূলীয় এলাকায় বিপদ সংকেতের ব্যাপারে তারা কিছুই জানেন না। সমুদ্রে নামার সময় কেউ নিষেধও করেনি। এছাড়া কোনো সতর্ক চিহ্নও দেয়নি । প্রশাসনের তৎপরতা থাকলে ঘূর্ণিঝড়ের মধ্যে সেখানে যাওয়া সম্ভব হতো না।

ঢাকা থেকে বেড়াতে আসা সিয়াম নামে এক যুবক বলেন, আমরা ১১ জনের একটি টিম এখানে বেড়াতে এসেছি। সবাই মিলে খুব মজা করছি। কিন্তু এমন একটি পর্যটনকেন্দ্রে কেউ একবারের জন্য বললো না যে ঘূর্ণিঝড়ের কারণে বিপৎসংকেত চলছে।

সায়িব নামে আরেক যুবক বলেন, সকাল থেকে দেখছি আবহাওয়া খারাপ। কিন্তু ঘূর্ণিঝড়ের বিপৎসংকেত চলছে সেটা জানি না। জানলে আমরা আসতাম না।

রাফসান নামে আরেক পর্যটক বলেন, ৭ নম্বর সতর্ক সংকেত চলছে এ বিষয়ে কেউ কিছু বলেনি। কর্তৃপক্ষের উচিত ছিল সতর্কমূলক কিছু করা। যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে এই দায়ভার কে নিবে।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুলিয়াখালী সৈকত কমিটির সদস্য সচিব রেজাউল করিম বাহার বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। এখানে তো জনে জনে বলা সম্ভব নয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গুলিয়াখালি সৈকত কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম বলেন, সকালে ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে জরুরি সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে সর্তক অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫৯টি আশ্রয়কেন্দ্র, ১৫টি মেডিকেল টিম ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসজে/এএসএম

টাইমলাইন

  1. ১২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বন্দর থেকে নামলো সতর্ক সংকেতও
  2. ০৯:২২ এএম, ২৫ অক্টোবর ২০২৩ সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
  3. ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু
  4. ০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ
  5. ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড
  6. ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গুলিয়াখালী সৈকতে পর্যটকদের উল্লাস, জানেন না বিপৎসংকেতের কথা
  7. ০৯:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশ্রয়কেন্দ্রে ১০০ পরিবার
  8. ০৮:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গতিপথ ঘুরে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে মাত্র সাড়ে ১২ হাজার মানুষ
  9. ০৮:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজারে খোলা হয়েছে ৫৭৬ আশ্রয়কেন্দ্র, সৈকতে দর্শনার্থীদের ভিড়
  10. ০৮:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম সিটিতে ১১৪ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম
  11. ০৭:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত সাড়ে ৩ হাজার আশ্রয়কেন্দ্র
  12. ০৭:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ আরও দুর্বল ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
  13. ০৭:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝুঁকি বেড়েছে চট্টগ্রামে, কমেছে বরিশাল-খুলনায়
  14. ০৭:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ফায়ারের ছুটি বাতিল, মনিটরিং সেল চালু
  15. ০৬:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুন’র প্রভাবে সেন্টমার্টিনে ভারী বৃষ্টি, বেড়েছে সমুদ্রের পানি
  16. ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট-৩, সব কার্যক্রম বন্ধ
  17. ০৫:৫৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ রাত ৯টায় মধ্যে ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করতে পারে
  18. ০৫:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝালকাঠিতে দেখা মেলেনি সূর্যের, বাড়ছে বাতাসের তীব্রতা
  19. ০৫:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ
  20. ০৫:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ প্রথমে ভোলা-পটুয়াখালী-বরগুনায় আঘাত হানতে পারে ‘হামুন’
  21. ০৪:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
  22. ০৪:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুনের প্রভাবে উত্তাল পদ্মা-মেঘনা, চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ
  23. ০৪:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
  24. ০৩:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’র ক্ষতি মোকাবিলায় পায়রা বন্দরের ৫ কমিটি
  25. ০৩:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
  26. ০৩:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় হামুন: সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  27. ০৩:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ
  28. ০৩:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’ কেন?
  29. ০৩:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ৭ নম্বর সংকেতেও কুয়াকাটায় মাতোয়ারা পর্যটক
  30. ০২:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, ৬১ মেডিকেল টিম
  31. ০২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মিরসরাইয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং
  32. ০২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নয়, সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’
  33. ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ অতিপ্রবল হলো ‘হামুন’, গতি বাড়িয়ে এগোচ্ছে উপকূলে
  34. ০১:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৭৪৩ সাইক্লোন সেন্টার
  35. ১২:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী
  36. ১১:৩৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘হামুন’
  37. ১০:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত