পরিকল্পনামন্ত্রী
কোনো দলকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে আনবে না
সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, যারা নির্বাচন করতে চান তারা অবশ্যই নির্বাচনে আসবেন। কোনো দলকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে আনবে না।
সোমবার (২৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের চলাচলের পথে কোনো দল যদি বাধা সৃষ্টি করে, এমনকি দেশে অশান্তি তৈরি করে তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
দেশে এ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোনো ভালো নেতা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবার জন্য শ্রেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে সাহস দিতে হবে এবং দেশের স্বার্থে আবারও আওয়ামী লীগকে পুনরায় জয়ী করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম প্রমুখ।
লিপসন আহমেদ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু