ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাইক্লোন শেল্টার যখন নিজেই ঝুঁকিতে

এম মাঈন উদ্দিন | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২১ অক্টোবর ২০২৩

জরাজীর্ণ ভবন, খসে পড়ছে ইট-পাথর-বালি, দরজা-জানালাও নেই। দেখলে মনে হবে এখনই ধসে পড়বে। ঝুঁকিপূর্ণ এই ভবনটিই চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া সাইক্লোন শেল্টার। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয় নেয় এই সাইক্লোন শেল্টার ভবনে। তবে সেই ভবন নিজেই এখন যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে নির্মিত তিনতলা বিশিষ্ট এ ভবনটিতে একটা সময় দুর্যোগকালীন আশ্রয় নিতেন মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ। পরবর্তীতে এই ভবনেই পাঠ্য কার্যক্রম চলতো বদি উল্যাহ পাড়া ওয়ালী আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে ভবনটির বেহাল দশায় পাশেই নতুন ভবন নির্মাণ করে পাঠদান চলছে ওই বিদ্যালয়ের। গত ১০ বছরের বেশি সময় ধরে জরাজীর্ণ ভবনটির সংস্কার না হওয়ায় হতাশ বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরাও।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব আবুল হাশেম জানান, স্বাধীনতা যুদ্ধের পর কমরআলী, মাদবরহাট এবং বদিউল্লাহ পাড়া সাইক্লোন শেল্টার একসঙ্গে নির্মিত হয়। বাকি দুটো এখনো ভালো থাকলেও বদি উল্লাহ পাড়ার ভবনটি গত ১০-১২ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া জানান, বহু বছর ধরে ভবনটির বেহাল দশা। ব্যবস্থা নেওয়ার জন্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার জানান, ভবনটি সংস্কারের অবস্থায় নেই, খুবই ভয়াবহ অবস্থা। তাই এটি ভেঙে ফেলতে উপজেলায় আবেদন করা হয়েছে। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, ভবনটি সম্পর্কে আমাকে কেউ এখনো অবগত করেনি। যেহেতু ভবনটি বহু পুরোনো, এটি সম্ভবত সংস্কারের অবস্থায় নেই। তাই যদি স্থানীয়দের কাছ থেকে আবেদন করা হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এফএ/এএসএম