নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক
নারায়ণগঞ্জের আড়াই হাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে মেঘনা নদীর বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দা ও খাগকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বড় টুনা জাল এবং পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আটকরা হলেন- নরসিংদীর মাধবদী এলাকার মুক্তার মাঝি (৩০), সাদ্দাম হোসেন (২৫), আসিফ (১৯), আলী মিয়া (৪০), মো. ছালাউদ্দিন (৩০) ও হাছান (১৮)। তাদের মধ্যে আসিফ ও হাসানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা এবং বাকিদের দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: বরিশালে ইলিশ ধরার দায়ে ২৩ জেলের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়জনকে আটক করাসহ জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছে। জব্দ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানের সহায়তা করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জমান।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেতন দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা
- ২ খাসিয়াদের পানে সিন্ডিকেটের থাবা, অর্থ সংকটে বন্ধ বর্ষবরণ অনুষ্ঠান
- ৩ মিছিলে ৯ জনকে হত্যা: হবিগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ৪ আড়াইহাজারে বাজারে আগুন, কয়েক কোটি টাকা ক্ষতি দাবি
- ৫ কমিটি নিয়ে দ্বন্দ্বে চাঁদপুরে দুই কলেজে পাঠদান বন্ধ