৭ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো সেনাবাহিনী
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। দিনব্যাপী সাত শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শনিবার (১৪ অক্টোবর) সকালে বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল টিম
সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, অর্থাভাবে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠির লোকজন শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম