ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২৩

বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহামুদ মীম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহামুদ মীম ওই গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

স্থানীয়রা জানান, সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে যান মনোয়ারা বেগম (৭০)। এসময় গোয়ালঘরের ভিতর অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে নাতি মীম গোয়ালে ছুটে গিয়ে দাদিকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা আহত দাদি ও নাতিকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। আর দাদিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরএইচ/জেআইএম