ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে যাত্রা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

ঠাকুরগাঁওয়ে দুই স্থানে মেলার নামে যাত্রায় অশ্লীল নৃত্য, মাদক ও জুয়া বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের সমবায় মার্কেটের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নারী মুক্তি কেন্দ্রের নেত্রী বিজলী দেব নাথ, মুন্নী ও ভবতোষ রায় প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী মেলাগুলো আজ নারীর দেহ ব্যবসা, মাদক ও জুয়ার আখরায় পরিণত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। অবিলম্বে এই অশ্লীল নৃত্য, মাদক ও জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উল্লেখ্য, গত একমাস ধরে সদর উপজেলার নেকমরদ ও রুহিয়ায় সার্কাসের নামে অশ্লীল যাত্রা মেলা চলছে।