ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ভাগ্যবান’ গণির জালে এবার ১০ লাল পোপা মাছ, দাম হাঁকছেন ১০ লাখ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আব্দুল গণি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১১৫ কেজি ওজনের ১০টি লাল পোপা মাছ। মাছগুলোর দাম ১০ লাখ টাকা হাঁকছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে।

সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয় পর্যটকরা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘লাল পোপা’ নামে পরিচিত।

jagonews24

জেলে আবদুল গণি জানান, ভোরের দিকে তার জালে ধরা পড়েছে ১০টি লাল পোপা মাছ। মাছগুলোর ওজন ১১৫ কেজি ৫০০ গ্রাম। এ পর্যন্ত মাছগুলোর দাম উঠেছে আট লাখ টাকা। ভালো দামে বিক্রির আশায় মাছগুলো ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, রোববার (৮ অক্টোবর) সকালে সাত মাঝি-মাল্লাসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওয়ানা হন তারা। রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলা হয়। পরে ভোরের দিকে জাল টেনে ওঠাতে গিয়ে দেখেন লাল পোপা মাছ ধরা পড়েছে।

jagonews24

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জেলে আবদুল গণি খুবই ভাগ্যবান মানুষ। প্রতিবছর কয়েকটি করে এই পোপা মাছ তার জালে উঠছে। প্রতিবছরের মতো এবারও তার জালে একসঙ্গে ১০টি পোপা মাছ ধরা পড়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এ মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এ মাছের দাম অনেক বেশি।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস