ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে আশ্বিনের কুয়াশায় শীতের আমেজ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

দিনের গরম এখন রাত হলেই ঝিমিয়ে পড়ছে। আশ্বিনের ভোরের বাতাসে ঠাণ্ডা শিরশির অনুভূতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। একই সঙ্গে ভোরের কুয়াশার সিগ্ধতায় দিনাজপুরে এখন বিরাজ করছে এক অন্য রকম পরিবেশ। চারদিকে এখন সবুজের সমারোহ। সবুজ ধান গাছের প্রতিটি পাতা ভোরের বাতাসে দুলছে আর পাতা থেকে ঝরছে শিশির বিন্দু। কুয়াশা মাখা মনোরম এ পরিবেশ উপভোগ করছেন সব শ্রেণি পেশার মানুষজন।

সোমবার (৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে দিনাজপুরে। এ সময় জেলার সড়ক ও মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলেছে।

সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, আশ্বিন মাসের শেষের দিকে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি দিনাজপুর বাসী। হাঁটতে খুব ভাল লাগছে, আজকের দিনে কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে।

দিনাজপুরে আশ্বিনের কুয়াশায় শীতের আমেজ

সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রিপাড়া জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লি সবুজ বলেন, আশ্বিন মাসেই কুয়াশা পড়ছে, শীতের প্রভাব হয়তো আসছে। কয়েকদিন আগে বৃষ্টি, তার পরেই গরম ও কুয়াশা। মিলিয়ে বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবর্তন ঘটছে। সব যেন একটু আগে পিছে হচ্ছে।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

সদর উপজেলার খোদমাধপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, এবার আশ্বিন মাসের শেষের দিকে কুয়াশা পড়তে শুরু করেছে। আজকে যে কুয়াশা পড়েছে তা কল্পনাই করা যায় না।

ইজিবাইক চালক বলেন, বাবু বলেন, কুয়াশা মানেই শীত আসার নমুনা। আমাদের কাছে আজকের কুয়াশা ভালই লাগছে। এ মৌসুমে আজ প্রথম কুয়াশা দেখলাম।

ভোর বেলা হাটতে বের হওয়া প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বর মাস প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা। তবে আস্তে আস্তে পড়ার কথা থাকলেও আজ কুয়াশা একটু বেশিই পড়েছে।

দিনাজপুরে আশ্বিনের কুয়াশায় শীতের আমেজ

সদর উপজেলার বালু পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, আশ্বিন মাসের ২৫ তারিখ। শীত অনুভূত না হলেও কুয়াশা পড়েছে। ঋতু পরিবর্তনের একটা পূর্বাভাষ লক্ষ্য করা যাচ্ছে।

বিরল উপজেলা রবিপুর গ্রামের মতিউর রহমান বলেন, দিনে রাতে গরম হলেও ভোরে কুয়াশায় কিছুটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। শীত আসছে এটা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: ট্রাক-দোকানের দখলে প্রাচীন ঈদগাহ, আছে বাঁশের বাজারও

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টির পর সোমবার ভোরে কিছুটা কুয়াশা পড়েছিল। এসময় এমন কুয়াশা স্বাভাবিক। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করছে।

এমদাদুল হক মিলন/জেএস/জেআইএম