ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২৩

ফেনীর ছাগলনাইয়ায় শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পশ্চিম ঘোপাল গ্রামের মৃত গনি আহম্মদের ছেলে ও স্থানীয় দারুস সালাম হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিয়ন গ্রেফতার

তিনি বলেন, আরিফুল ইসলাম ২০২১ সালের একটি শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায়ের পর থেকেই তিনি পলাতক। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম