ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। রোববার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৬৭ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন প্রায় অর্ধশত।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে আসছেন। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পৌরসভার কোবদাসপাড়া মহল্লার ছবুরা খাতুন জাগো নিউজকে জানান, তার পরিবারের তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সবাই পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে এ রোগে আক্রান্ত হচ্ছে বলে তাদের অভিযোগ

jagonews24

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গত দুদিন ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তের বেশিরভাগই সিরাজগঞ্জ পৌরসভার।

ডায়রিয়া থেকে বাঁচতে খাবারের আগে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার ও আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম

সাপ্লাইয়ের পানি প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। তারা পানির নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠিয়েছেন। প্রতিবেদন এলে বোঝা যাবে পানি দূষিত কি না।

এম এ মালেক/এসআর/জিকেএস