ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিস্তায় জেলের জালে উঠে এলো ডলফিন, ডাঙায় তুলতেই মৃত্যু

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে জেলের জালে একটি ডলফিন ধরা পড়েছে। পরে এটি মারা যায়। ডলফিনটির ওজন চার মণ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈইলমারী তিস্তার চরে জলজ প্রাণীটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, শৈইলমারীর চরে জেলে শাহজাহান মিয়ার জালে ডলফিনটি ধরা পড়ে। পরে কয়েকজন জেলে মিলে ডলফিনটিকে উঁচু স্থানে তোলার কিছুক্ষণ পর মারা যায়।

jagonews24

রিফাত হোসেন নামের একজন বলেন, সকাল থেকে তিস্তার পানি কমে যাওয়ায় নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। জালে ডলফিনও ধরা পড়ে।

জেলে শাহজাহান মিয়া বলেন, জালে আটকা পড়ার পর প্রথমে বড় মাছ মনে করেছি। পরে ডাঙায় তোলার পর দেখি একটি ডলফিন। কিছুক্ষণ পরেই এটি মারা যায়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, তিস্তা নদীতে ডলফিন আটকের বিষয়টি স্থানীয় একজনের কাছে শুনেছি।

একইদিনে তিস্তা নদীতে জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে জেলেরা ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

রবিউল হাসান/এসআর/জিকেএস