ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যালয়ে শতভাগ উপস্থিত থেকে উপহার পেলো ৩১৭ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আগস্ট মাসের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কৃত হয়েছে ৩১৭ শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পুরো মাস উপস্থিত থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ক্লাস চলাকালে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আগস্ট মাসের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কৃত হয়েছে ৩১৭ শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীর শতভাগ পাস নিশ্চিত করা, শৃঙ্খলা মেনে চলা ও প্রতিযোগী মনোভাব বৃদ্ধির লক্ষ্যে এক বছর ধরে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে মারুফ স্কুল যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। পুরো মাস শতভাগ উপস্থিত থাকার জন্য ছাত্রছাত্রীদের প্রায় এক বছর ধরে পুরস্কৃত করে আসছে বিদ্যালয়টি।

এম মাঈন উদ্দিন/এসজে/জেআইএম