ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাজেকে পিকআপ উল্টে ১২ পর্যটক আহত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০২ অক্টোবর ২০২৩

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী পিকআপ উল্টে ১২ পর্যটক আহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) বিকেলে বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়িগামী সাদারঙের একটি পিকআপ ১২ পর্যটক নিয়ে সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

এতে গাড়িতে থাকা সবাই সড়কে ছিটকে পড়ে আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক পর্যটকদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

গত কয়েকদিন সাজেকে পর্যটকের ভিড় বাড়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে বলে জানান তিনি।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস