ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিড়ালছানা ধরতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০২ অক্টোবর ২০২৩

নেত্রকোনার পূর্বধলায় ভিমরুলের কামড়ে সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রোববার বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়। এ সময় সে ওই ছানাটিকে ধরতে গিয়ে হঠাৎ ভিমরুলের আক্রমণে পড়ে। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল তাকে কামড় দেয়।

এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসার পর রোববার রাতে তাকে বাড়িতে আনা হয়। সোমবার সকালে আবারও হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর পর শিশুটিকে বাড়ি নিয়ে আসা হয়। তবে দুপুরে শিশুটিকে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এফএ/এমএস