ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৫:২২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া (মাওয়ার নতুন ঘাট) নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কমলে সকাল ১০টায় আবার ফেরি চলাচল শুরু হয়।

সারা দেশের মত এ রুটেও শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এরপর ভোর ৬টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মায় আটকে পড়ে। এ ছাড়া শিমুলিয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে আসা ফেরিগুলোও আটকা পড়ে। পদ্মা নদীর মাঝ পথে ফেরি আটকা পড়ায় ঠাণ্ডা ও কুয়াশায় যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ‘কুয়াশার মত এই প্রাকৃতিক বিষয় মোকাবেলার কোনো প্রযুক্তি নেই। তাই প্রকৃতির উপর নির্ভর করেই শীত মৌসুমে এই রুটে ফেরি চলাচল করতে হয়। তবে সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’