ভালুকায় বাস ও ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শামীম হাসান (২৬)। অন্যজনের নাম জানা যায়নি।
রোববার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। একই দিন দুপুরে মহাসড়কের হাজির বাজার এলাকায় বাসচাপায় শামীম হাসান (২৬) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়।
শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে। ট্রাকচাপায় নিহত যুবকের (৩৫) নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভালুকা থানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত যুবকের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি জানান, এর আগে দুপুরে শামীম হাসান নামের অটোরিকশা চালক ভালুকার দিকে যাওয়ার পথে হাজির বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক বাসটিকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম/এমকেআর