চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠানোর দাবি আওয়ামী লীগ নেতার
আইন পরিবর্তন করে হলেও চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এমন একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ)।’
এদিকে পোস্ট দেওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে মন্তব্য এবং লাইক দিচ্ছেন নেটিজেনরা। রোববার সন্ধ্যা পর্যন্ত তার পোস্টে ২২৬ জন কমেন্ট করেছেন, ২১ জন শেয়ার করেছেন এবং ৬৫৩ জন লাইক দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ পোস্টে বিএনপি নেতাকর্মীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ বিষয় জানতে চাইলে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার জাগো নিউজকে বলেন, আমি নিজেই পোস্টটি দিয়েছি। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠালে দলের ভাবমূর্তি বাড়বে। পাশাপাশি দেশের মানুষের কাছেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়বে বলে আমি মনে করি।
তবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে। সে এমন মন্তব্য করতে পারে না এটি দলের শৃঙ্খলা পরিপন্থি।
আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস