গাছের গুঁড়ির চাপায় প্রাণ গেলো কিশোরের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের গুঁড়িতে চাপা পড়ে রোকনুজ্জামান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে গ্রামবাসীর সঙ্গে গাছের গুঁড়ি গাড়িতে উঠানোর সময় এ ঘটনা ঘটে।
রোকনুজ্জামান উপজেলার মাধবপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। সে মাধবপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাধবপুর গ্রামের আজমাদ আলী একটি গাছ বিক্রি করে। গাছের ব্যাপারী রোজদার আলী গাছটি কাটে। রোববার সকালে সেই গাছের গুঁড়িটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িতে উঠানোর জন্য কয়েকজন গ্রামবাসীকে ডেকে নেয়। গ্রামবাসীর সঙ্গে রোকনুজ্জামানও গাছের গুঁড়ি উঠানোর জন্য যায়। গাড়িতে উঠানোর সময় গাছের গুঁড়িটি গাড়ি থেকে স্লিপ করে পড়ে যায়। এ সময় গুঁড়ির নিচে চাপা পড়ে রোকনুজ্জামান। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মিঠামইনে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ
এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গাছের গুঁড়িটি গাড়িতে তোলার সময় অসাবধানতায় কিশোরের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোরের পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়নাতদন্ত না করে দাফনের জন্য আবেদন করেছে।
হুসাইন মালিক/জেএস/এএসএম