ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাথরচাপায় মৃত্যু

দুই মাস পর দেশে ফিরলো সৌদিপ্রবাসী মুসার মরদেহ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:১৪ এএম, ০১ অক্টোবর ২০২৩

দীর্ঘ দুই মাস সাতদিন পর দেশে ফিরেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা এলাকার সৌদিপ্রবাসী মো. আবু মুসার (২১) মরদেহ।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু মুসা একই ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

তিনি জানান, ২৯ সেপ্টেম্বর রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, ২৩ জুলাই সৌদি আরবের ‘নাজরান’ নামক এলাকায় পাহাড় কাটার সময় পাথরচাপায় তার মৃত্যু হয়।

আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস