ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংকে মিললো ২ শ্রমিকের মরদেহ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ফেনীতে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগড়াছড়ির রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন, বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস।

স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করলে সেপটিক ট্যাংকের মধ্যে তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। এরপরই সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Feni News

আরও পড়ুন: কুড়িগ্রামে গলায় ফাঁস নিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী

এ বিষয়ে ছাগলনাইয়া, ফুলগাজী,পরশুরামের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়ালী উল্লাহ বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে গেলে সেখানে জমে থাকা গ্যাসের কারণে অজ্ঞান হয়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করতে গিয়ে সঙ্গে থাকা আরেক শ্রমিকও অজ্ঞান হয়ে যান।

তিনি আরও বলেন, পরে সেখানে থাকা পানিতে ডুবে মারা যান তারা। তারপরও আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। আশা করছি ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনাটি উদঘাটন করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস