ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধরলা নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামের ধরলা নদীতে ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নদীর পাড়ে নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে।

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট-বড় ২২টি নৌকা অংশ নেয়। এরমধ্যে প্রথম হয় ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড় এলাকার ৭১ এর সৈনিক, দ্বিতীয় হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার উড়ালচন্ডি নামের নৌকাটি।

jagonews24

এসময় একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিঙ্কন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পাভেল ও ফিরোজ শাহীসহ প্রমুখ।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস