তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে গিয়ে পৌঁছান তিনি।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের ২২তম রাস্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাস্ট্রপতির ২য় বার পাবনা সফর। এর আগে গত ১৫ মে চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মত পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আমিন ইসলাম জুয়েল/এএইচ/জিকেএস