কৃষিমন্ত্রী
কোনো দেশই স্যাংশনস দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো দেশই স্যাংশনস দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। আপনারা যে কবরে পা দিয়েছিলেন সেখান থেকে এখনও উঠতে পারেন নাই।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, কিছুই করতে পারবেন না। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছেন। হরতাল-সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নাই।
আরও পড়ুন: যারা স্যাংশনস দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে
তিনি বলেন, আলু নিয়ে সিন্ডিকেট করেছে হিমাগারের মালিকরা। সিন্ডিকেট ভাঙার সব প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আলুর বাজার স্বাভাবিক হবে শিগগির। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচা বাজারেরও মূল্য বেড়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস