ঠাকুরগাঁও
মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলে, নদীতে মিললো মরদেহ
ঠাকুরগাঁওয়ের তীরনই নদীপাড়ে গরু চড়াতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল উপজেলার তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন-কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৪০) এবং তার দুই ছেলে সিফাত (৪) ও (শাওন (৮)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুই ছেলেকে নিয়ে নদীপাড়ে গরু চড়াতে যান নাসিমা বেগম। তখন তার দুই ছেলে সেখানে খেলা করতে থাকে। তখন জেলেরা সেখান থেকে তাদের সরিয়ে দেন। কিন্তু বিকেল সাড়ে ৩টার পর থেকে তাদের আর দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছিল তারা নদীতে পড়ে গেছে। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ খুঁজে পায় স্থানীয়রা।
আরও পড়ুন: চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
এই বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, নদীর তীরে গরু চরাতে গিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ছেলেসহ নিখোঁজ হন নাসিমা বেগম। ধারণা করা হয় তারা নদীতে পড়ে মারা গেছেন। সারাদিন এবং সারারাত খোঁজাখুঁজির পরে তাদের পাওয়া যায়নি। বুধবার সকালে মায়ের হাতের সঙ্গে দুই বাচ্চার হাত বাঁধা মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, মঙ্গলবার দুপুরে মাসহ দুই ছেলে নিখোঁজ হন। বুধবার সকালে তাদের নদীতে ভাসতে দেখে উদ্ধার করেছে স্থানীয়রা। পুলিশের একটি দল সেখানে কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তানভীর হাসান তানু/জেএস/এএসএম